প্রত্যেক মুসলমানের ঘরে আর কিছু থাকুক বা না থাকুক একটা অত্যাবশ্যক জিনিস থাকবেই আর তা হল পবিত্র কোরআন শরীফ।
কিন্তু বর্তমানে নানা কারনে আমাদের জানা-অজানার বাহিরে কুরআন শরীফ হয়তো ঘরের কোনো পবিত্র জায়গায় রাখছি না আমরা, অথবা পবিত্র কোন কিছুর উপর রাখছি না। আমাদের এই ভুলের খেসারত হয়তো পরবর্তীতে খুব খারাপ ভাবে দিতে হতে পারে।
সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো কোরআন।
একটি ঘরের, একটি জীবনের আলো হলো কোরআন।এই কোরআনটাকে অনেক বেশি যত্নে রাখতে হয়।
ছোটবেলায় দাদিকে দেখেছি, এক টুকরো কাপড়ের উপর ফুল সেলাই করে কোরআনের কভার বানিয়ে নিয়েছিলেন।
কোরআন কে সবচেয়ে ভালো এবং যত্নে রাখার জন্যই কোরআন বক্স।
কাঠের উপর কারুকাজ করা রেহাল সহ কোরআন বক্স।
এই বক্স টা যদি কাউকে হাদিয়া করেন, ইন সা আল্লাহ, সে অনেক খুশি হবে